দলিল সম্পন্ন করে দিলেন সাব রেজিস্ট্রার চার দাতার অনুপস্থিতিতে

দলিল সম্পন্ন করে দিলেন সাব রেজিস্ট্রার চার দাতার-অনুপস্থিতিতে,প্রবাসী চারজন দাতার অনুপস্থিতিতে দলিল রেজিস্ট্রি করে দিলেন সাব রেজিস্ট্রার। অভিযোগ উঠেছে, দলিল লেখক ও অফিসের কয়েকজনের যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে গোপালগঞ্জ সদর-উপজেলা সাব রেজিস্ট্রার আনোয়ারুল হাসান দলিলটির রেজিস্ট্রি সম্পন্ন করেছেন।

 

 দলিল সম্পন্ন করে দিলেন সাব রেজিস্ট্রার চার দাতার অনুপস্থিতিতে

 

দলিল সম্পন্ন করে দিলেন সাব রেজিস্ট্রার চার দাতার অনুপস্থিতিতে

গোপালগঞ্জ পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের নবীনবাগ এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮তলা বিশিষ্ট বিসমিল্লাহ টাওয়ার। যার মালিক ৩৬ জন। ৩০ এপ্রিল এই সম্পত্তির একটি বণ্টন নামা দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়। দলিলের সময়ে ৩৬ জনই রেজিস্ট্রি অফিস উপস্থিত হয়ে রেজিস্ট্রারের সামনে সাক্ষর করার

কথা। কিন্তু কারসাজি করতে সাব রেজিস্ট্রার কমিশনের ভিত্তিতে বাসায় দলিলটি রেজিস্ট্রি সম্পন্ন করান। ওই কর্মকর্তা নিজে না গিয়ে নিয়ম নীতি ভঙ্গ করে সেখানে রেজিস্ট্রি অফিসের বাবুল সরদার নামে এক মোহরারকে পাঠান। সেখানে নাম পরিচয় ঠিক রেখে বিদেশে থাকা চার জনের ছবি পাল্টে বাংলাদেশে থাকা

চার স্বজনের ছবি যুক্ত করে সাক্ষর করানো হয়। এর মধ্যে শামীম শেখের স্থলে তার ভগ্নীপতি ইসরুল মোল্লার ছবিযুক্ত করে সাক্ষর করানো হয়। বর্তমানে শামীম শেখ সিংগাপুর, ছামিয়া খানম তিষা লন্ডন এবং অপর দুইজন আমেরিকায় অবস্থান করছেন।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান বলেন, এমন বিরল ঘটনা এখানে আগে কোনদিন ঘটেনি। যে লেখক দলিলটি সম্পাদন করেছে সে আমাদের সমিতির সদস্য না। এজন্য আমরা সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এমন অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দলিল লেখক আমিনুল ইসলাম টিক্কার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে অফিসের একজন ছিল, আমরা ছবি দেখছি আর টিপ নিয়েছি। এ কর্মকাণ্ড নিয়ে তার সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সাব রেজিস্টার আমাকে আপাতত কোন দলিলে সই করতে নিষেধ করেছেন।

মোহরার বাবুল সরদার বলেন, অফিস থেকে আমি একাই ওই বাসায় গিয়েছিলাম। ছবি মিলিয়ে ৩৬ জন দাতার সাক্ষর নিয়েছি।

রেজিস্ট্রার আনোয়ারুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে দলিল লেখক জড়িত। ঘটনাটি জানার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাসায় গিয়ে দলিল সম্পন্নের বিষয়ে কখনও বলেছেন তিনি নিজে গিয়ে সকলকে ৩৬ জনকে সনাক্ত করেছেন, কখনও বলেছেন আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম। আবার কখনও বলছেন আইডি কার্ড টেম্পারিং করা হয়েছে।
 দলিল সম্পন্ন করে দিলেন সাব রেজিস্ট্রার চার দাতার অনুপস্থিতিতে

1 thought on “দলিল সম্পন্ন করে দিলেন সাব রেজিস্ট্রার চার দাতার অনুপস্থিতিতে”

Leave a Comment