‘দেশের মানুষ গোপালগঞ্জ সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশে মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার কাছে জিম্মি হয়েছে। গোপালগঞ্জ সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন মুক্তির আশায় জীবন দিতে কার্পণ্য করেনি।

 

‘দেশের মানুষ গোপালগঞ্জ সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল’

 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আস-সিরাজ নামে একটি সামাজিক সংগঠন ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশেষ আলোচক ছিলেন সারজিস আলম।

এদিকে, প্রশাসনে শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গিয়েছিল আর কেউ যেন জনগণের অধিকার ছিনিয়ে নিতে না পারে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আস-সিরাজের উপদেষ্টা অধ্যাপক মুফতী মুহিব্বুল্লাহ’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম ফজলুল হক ভূঁইয়া, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সদস্য লুৎফর রহমান প্রমুখ

 

আরও দেখুনঃ

Leave a Comment