গোপালগঞ্জে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করে অর্থ আত্মসাৎ: দুদকের মামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করে ব্রিজ ব্যবহারের অনুপযোগী অবস্থায় ফেলে রেখে বিল উত্তোলন করে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

 

গোপালগঞ্জে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করে অর্থ আত্মসাৎ: দুদকের মামলা

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন সোহেল আজ সংস্থার গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মো.আনিছুর রহমান, বাগেরহাট কচুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. নুরুল মোমেন বাদশা এবং গোপালগঞ্জের মেসার্স হাবিব এন্ড কোং এর স্বত্ত্বাধিকারী এস. এম. হাবিবুর রহমানকে আসামী করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কাশিয়ানী উপজেলার আড়কান্দি ব্রিজ থেকে মাইজকান্দি খাল পর্যন্ত ৩টি ব্রিজসহ রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের কাজে আসামীরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করে সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে দেখিয়ে চূড়ান্ত বিল দাখিল করে। তারা অসম্পূর্ণ কাজের বিল বাবদ অতিরিক্ত ৬ লাখ ৩৩ হাজার ৭৪৪ টাকা ক্ষমতার অপব্যবহার মাধ্যমে আত্মসাৎ করে।

 

আরও দেখুনঃ

Leave a Comment