গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের – গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাহিদ মোল্যা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

 

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক হিটলার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাহিদ মোল্যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে।

 

প্রাণ গেল যুবকের

 

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার শ্বশুর বশার মোল্যার বাড়িতে বেড়াতে আসেন সাহিদ মোল্যা। সন্ধ্যার দিকে শ্বশুর ঘরে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মকভাবে আহত হন। পরে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক হিটলার বিশ্বাস জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত সাহিদ মোল্যাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment