দখল করে রাখা খাল উদ্ধার – গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা থেকে রাধাগঞ্জ পর্যন্ত এক কিলোমিটার খালের আটটি বাঁধ কেটে সরকারি খাল দখলমুক্ত করা হয়েছে। খালের ওপর গড়ে তোলা চারটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।
গোপালগঞ্জে দখল করে রাখা খাল উদ্ধার
শনিবার (২১ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে খালের এক কিলোমিটার পর্যন্ত দখলমুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, কুশলা-রাধাগঞ্জ খালের আটটি বাঁধ কেটে এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার যে সমস্ত খাল দখল করা হয়েছে, সেগুলো অবমুক্ত করবো। সঙ্গে সঙ্গে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের দেবর-ভাবি মার্কেট, খান মার্কেটসহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিন ধরে খালটি দখল করে রেখেছিল।

যার ফলে আশপাশের বিলে জলাবদ্ধতা সৃষ্টি, খালের পানি চলাচল করতে না পারায় পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং মশা মাছির বিস্তার লাভ করে, পরিবেশ বিপর্যয়, নৌ চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হলো। এই ধরনের অভিযান অব্যাহত থাকুক এটাই দাবি উপজেলার সর্বস্তরের জনগণের।
আরও দেখুনঃ