গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।

গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান:-

১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্থানঃ পাটগাতী বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের পার্শ্বে অবস্থিত।

২। শেখ সাহেরা খাতুন রেডক্রিসেন্ট হাসপাতাল

স্থানঃ টুঙ্গিপাড়া বাজার সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

৩।এছাড়া প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক রয়েছে।

৪। টুঙ্গিপাড়া উপজেলায় বর্তমানে একটি মাত্র বেসরকারী ক্লিনিক রয়েছে।

নামঃ টুঙ্গিপাড়া সার্জিক্যাল ক্লিনিক

স্থানঃ পাটগাতী বাসস্ট্যান্ড হতে পূর্বদিকের গলিতে অবস্থিত।

 

গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান
কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিকবাড়ী – গোপালগঞ্জ জেলা

 

গোপালগঞ্জ জেলা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে একটি গৌরবদীপ্ত ইতিহাসের অধিকারী। মহান মুক্তিযুদ্ধে গোপালগঞ্জের “বিক্ষুব্ধ শিল্পী সমাজ” উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জনাব অনিল বিশ্বাস, বরুন সরকার, ইবনে সাঈদ, শিবশংকর অধিকারী, প্রফুল্ল বিশ্বাস,বীরেন সাহা প্রমুখ মুক্তিযুদ্ধকালে সংগীতের মাধ্যমে মুক্তির বার্তা পৌঁছে দিতে সচেষ্ট ছিলেন।

বর্তমানে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতির প্রসারে অত্র অঞ্চলে বিশেষ ভূমিকা রেখে চলেছে। এখানকার উল্লেখযোগ্য শিল্পী গোষ্ঠি হচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থা, মধুমতি পল্লি বাউল শিল্পী গোষ্ঠী,উদীচী শিল্পী গোষ্ঠী, জয়বাংলা সাংস্কৃতিক জোট, সুর সন্ধান শিল্পী গোষ্ঠী, চন্দ্রিমা শিল্পী গোষ্ঠী ইত্যাদি। বর্তমান সময়কালের উল্লেখযোগ্য শিল্পীরা হচ্ছেন অনিল বিশ্বাস, নিপর্না বিশ্বাস, শাহানাজ রেজা এ্যানী, রাখাল ঠাকুর, দুলাল দাস, প্রফুল্ল বল ইত্যাদি। বর্তমানে জাতীয় দিবসগুলোসহ স্থানীয় বিভিন্ন উৎসবে গোপালগঞ্জের শিল্পী সমাজ অংশগ্রহণ করে থাকেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

গোপালগঞ্জ-জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গোপালগঞ্জ হল এই জেলার প্রধান ও জেলাসদর শহরকে। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা রয়েছে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিলো গোপালগঞ্জ-জেলা। এই গোপালগঞ্জ-জেলা এক সময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল।

গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর ষ্টেটের জমিদার রাণি রাসমনির দায়িত্বে ছিল। তিনি এক জেলে কন্যা ছিলেন। তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। তখন ছিল সিপাই বিদ্রোহের সময়। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুরে অঞ্চল দিয়ে দেন। রানী রাসমনির নাতি ছিলেন গোপাল। ধারণা করা হয় সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ।

 

গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স – গোপালগঞ্জ জেলা

 

Leave a Comment