গোপালগঞ্জ জেলার ব্যবসা

আমাদের আজকের আলোচনার বিষয় গোপালগঞ্জ জেলার ব্যবসা।

 

গোপালগঞ্জ জেলার ব্যবসা
পাগল সেবাশ্রম – গোপালগঞ্জ-জেলা

 

গোপালগঞ্জ জেলার ব্যবসা:-

এ জেলাটি বেনাপোল বন্দরের কাছে অবস্থিত বিধায় ব্যবসা-বাণিজ্যের দিক থেকে ভালো। খুব অল্প পরিবহণ খরচে পণ্য আমদানি-রপ্তানি করা যায়। ভারত থেকে পেঁয়াজ, রসুন, আলু, চিনি, বিভিন্ন ধরনের কসমেটিকস, চাল, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল পণ্য, কীটনাশক ইত্যাদি আমদানি করা যায় । এছাড়া এ জেলায় প্রচুর পরিমাণ চিংড়ি মাছ উৎপাদিত হয়। যা খুলনা এবং চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন চিংড়ি মাছ রপ্তানিকারক কোম্পানির নিকট বিক্রির জন্য প্রেরণ করা হয়।

লৌহ ও ইস্পাতজাত সামগ্রী, সিমেন্ট, মিল্ক ফুড, সিগারেট, সুতা, কাপড়, জুয়েলারি, স্বর্ণালংকার প্রস্তুতকারক (গোল্ডস্মিথ), সিনেমা হল এবং হোটেল ও রেস্তোরাঁ ইত্যাদির ব্যবসা এ জেলায় জনপ্রিয়।

শস্য শ্যামলে ভরা গোপালগঞ্জ। গোপালগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। নদী যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে বিভিন্ন মালামাল নিয়ে ব্যবসার জন্য এছাড়া সড়ক পথে আসে বিভিন্ন মালামাল। গোপালগঞ্জে প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যায় এই মাছ দেশের বিভিন্ন জায়গা রপ্তানী হয় । এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের সবজি হয় এই সবজি দেশে বিদেশে রপ্তানী করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

গোপালগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গোপালগঞ্জ হল এই জেলার প্রধান ও জেলাসদর শহরকে। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা রয়েছে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিলো গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ-জেলা এক সময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল।

গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর ষ্টেটের জমিদার রাণি রাসমনির দায়িত্বে ছিল। তিনি এক জেলে কন্যা ছিলেন। তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। তখন ছিল সিপাই বিদ্রোহের সময়। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুরে অঞ্চল দিয়ে দেন। রানী রাসমনির নাতি ছিলেন গোপাল। ধারণা করা হয় সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ।

 

গোপালগঞ্জ জেলার ব্যবসা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স – গোপালগঞ্জ-জেলা

 

Leave a Comment