গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে সড়ক অবরোধ – গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছি পদ বঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

 

গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

এ সময় হিরণ ইউনিয়ন যুবদলের কমিটিকে পকেট কমিটি অখ্যা দিয়ে বালিতের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ শেষে প্রতিবাদ স্থলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা মহাসিন শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া প্রমুখ।

এ সময় পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন।

এর ১১ দিন পর রাতের আধাঁরে ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও মো. সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। পদবঞ্চিত নেতাকর্মীরা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান। এই কমিটি যতোদিন বাতিল না করা হবে ততোদিন আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ জানান, হিরণ ইউনিয়নের যুবদল যে কমিটি ঘোষণা তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোন সুযোগ নাই।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর মো. হানিফ মিয়াকে সভাপতি ও মো. সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment