গোপালগঞ্জে মোটরসাইকেলচাপায় কাঠমিস্ত্রি নিহত

গোপালগঞ্জে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচাপায় অমর বিশ্বাস (৫৪) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।

 

গোপালগঞ্জে মোটরসাইকেলচাপায় কাঠমিস্ত্রি নিহত

 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার করপাড়ার তাড়গ্রাম পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অমর বিশ্বাস তাড়গ্রাম পূর্বপাড়া গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে।

ওসি সাজেদুর রহমান বলেন, তাড়গ্রাম পূর্বপাড়ার রাজেন ডাক্তারের বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফিরছিলেন অমর বিশ্বাস। এ সময় বাজুনিয়া-গান্দিয়াশুর সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তাড়গ্রাম পূর্বপাড়ার বাসিন্দা ও নিহতের ভাতিজা সুবোধ বিশ্বার খবরের কাগজকে বলেন, ‘আমার কাকা শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় জেকে পরিলামর ইন্ডাস্ট্রিসের কর্মচারী শাওন সিকদার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। আমরা আগেও দেখেছি শাওন সিকদার মোটরসাইকেল ভালো চালাতে পারে না।’

 

আরও দেখুনঃ

Leave a Comment