গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান নিহত হয়েছে। নিহত লাইনম্যানের নাম আজাহারুল ইসলাম। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ডুমদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত লাইনম্যান আজাহারুল ইসলামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া এলাকায়।

 

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান নিহত

 

সহকর্মী লাইনম্যান মো. ইউসুফ আলী বলেন, সদর উপজেলার ডুমদিয়া পল্লী বিদ্যুতের লাইনে সহকর্মী আজাহারুল ইসলামকে নিয়ে আমি কাজ করছিলাম। এ সময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে আজাহারুল বিদ্যুতায়িত হয়ে সারা শরীর পুড়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

 

গোপালগঞ্জ—২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বলেন, লাইনম্যান আজাহারুল ইসলামের যেখানে কাজ করার কথা ছিল সেখানে লাইন শাট ডাউন দেয়া ছিল। কিন্তু তিনি ওই কাজটি শেষ করে পাশের একটি লাইনে কাজ করছিলেন। তবে ওই কাজটি করার ব্যাপারে তিনি অফিসকে জানায়নি। এমনকি তার সাথে থাকা সুপার ভাইজারকেও না বলে একটি চালু লাইনে কাজ করা হচ্ছিল।

 

আরও দেখুনঃ

Leave a Comment