গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড়ে অহুলা বিশ্বাস (৩৭) নামে এক নারীকে অ্যাসিড নিক্ষেপ এর অভিযোগ উঠেছে। তার বাবার নাম রবি বিশ্বাস।
গোপালগঞ্জে অ্যাসিড নিক্ষেপ

এরই জের ধরে শুক্রবার রাতে অহুলা বিশ্বাসকে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করলে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও দেখুনঃ